
সিলেট নগরীর লামাবাজার এলাকার বিলপাড় মসজিদ কমিটির চার সদস্যের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিলপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মসজিদ কমিটির সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের হয়রানিমূলক মামলা সমাজে বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টি করছে বলে তারা মন্তব্য করেন। বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিলপাড় এলাকার সভাপতি হাজি কয়েছ আহমেদ, সাধারণ সম্পাদক জামাল আহমেদ জবান, যুবসমাজের সভাপতি রাহেল আহমেদ, সাধারণ সম্পাদক আকমল হুসেন, মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক জুবের আহমেদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য কামাল আহমেদ, শাহান আহমেদ, প্রবীণ মুরব্বি হাবিব আহমেদ ও মাহতাব আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ জুলাই মহল্লার কয়েকজন ব্যক্তি মসজিদের নাম ভাঙিয়ে আশপাশের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন এমন অভিযোগে মসজিদে বৈঠক ডাকলে তারা বদরুল আলম শাহজাহানের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ৭ অক্টোবর বদরুল আলম শাহজাহান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302