
স্টাফ রিপোর্টার : সন্ত্রাস ও নাশকতার মামলায় দন্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক মোঃ শাহ জামাল (৩৭) ও শাহাদত মুন্সী (৩৩) কে র্যাব-৯, সিলেট আটক করেছে। আজ শনিবার সকাল প্রায় ৬টার দিকে সিলেট নগরের মেন্দিবাগ পয়েন্ট জেলা পরিষদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৯ জানিয়েছে, সিপিএসসি সিলেট ইউনিটের একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
শাহ জামাল গোলাপগঞ্জের ধারাবহর গ্রামের হাজী শাহ নোমানের ছেলে ও শাহাদত মুন্সী ওসমানীনগর থানার পাঁচপাড়া এলাকার সালাউদ্দীন মুন্সীর ছেলে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী ট্রাইবুনালের মামলা নং ৭২২/১৬, তাং ২১/০৭/২০১৬ এর রায়ে আদালত তাদের ১৪ বছরের সাজা দেন। গ্রেফতার দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট এসএমপি কোতোয়ালি থানায় সপর্দ করা হয়েছে। উল্লেখ্য সিলেট জেলা ও দায়রা জজ আদালদ, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর উক্ত মামলার মোট ১৩ আসামীকেই বিভিন্ন মেয়াদে কারাদÐ ও জরিমানা করেন। র্যাব দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত মার্চ ২০২২ শে উক্ত মামলার আসামী মোঃ তারিফসহ আমিনুর রহমান নামে একজন ব্যাক্তি সিলেট শহরের অলুরতল এলাকায় র্যাবের সাথে ক্রসফায়ারে নিহত হন। তবে র্যাব জানায় নিহত আমিনুর রহমান উক্ত মামলার আসামী নন।
র্যাব জানায়, একই মামলায় মোট ১৩ জন আসামী থাকলেও বাকি ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী এখনো পলাতক রয়েছে। তারা হলেনঃ সাইফ উদ্দীন শহিদ, মোঃ ইমরান সেরাফী, জুবায়ের উদ্দিন, মুসা ফেরদৌস, মৌঃ রেজওয়ান, মোঃ মাকসুদুর রহমান, ইলিয়াস আহমেদ চৌধুরী, মাহবুব আল হাসান, মাসুম আহমেদ ও তৌফিকুল বারী। বাকী পলাতকদের আসামীদের ধরতে আইন শৃংখলাবাহিনীর অভিযান অব্যাহত আছে। এছাড়াও আসামীদের বিরূদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302