
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ৫নং কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন ফাড়ির বাজারে দোকান কোঠা দখলের অভিযোগ জানা গেছে।
জানা যায়, উক্ত ফাড়ির বাজারে বিয়ানীবাজার সরকারী কলেজের ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর মৌরসী ২০ ফুট প্রস্থ ও ৩০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট আধা পাঁকা একটি দোকান কোঠা ছিল। উক্ত দোকান কোঠাটি প্রতি মাসে ২০,০০০/= (বিশ হাজার) টাকা ধার্য্যে ভাড়াকৃত ছিল। বিগত ০৭/১১/২০২৫ ইংরেজী তারিখ বেলা অনুমান ৪.০০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি’র ৫নং কুড়ার বাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক সুহেল আহমদ তাহার সাথে তাহার দলের ২০/৩০ জন সন্ত্রাসী ক্যাডার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর মৌরসী দোকান কোঠা দখলের জন্য হামলা চালায় এবং দোকানের ক্যাশ বাক্স হইতে নগদ প্রায় ৫,০০,০০০/= (পাঁচ লক্ষ) টাকা এবং দোকানের মূল্যবান প্রায় ৭/৮ লক্ষ টাকার পণ্য সামগ্রী লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময়ে উক্ত বি,এন,পি’র সাধারণ সম্পাদক সুহেল আহমদ ও তাহার দলীয় ক্যাডাররা ভাড়াটিয়া তাপস পাল কে কিল, ঘুষি ও লাথি মারিয়া দোকান হইতে বের করে দেয়। তারপর বিএনপির ক্যাডাররা উক্ত দোকান কোঠা তাদের দখলে নিয়ে যায় এবং উক্ত দোকান কোঠার সাটার লাগাইয়া তালাবদ্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302