
চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধ, লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা চুক্তি বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬ শত টাকা ঘোষণার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদের সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ নেতা মুখলেছুর রহমান,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ,রফিক শেখ,সৈকত আহমদ রণি আহমদ, মাহফুজ আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনমত উপেক্ষা করে এখতিয়ার বহির্ভূতভাবে পতেঙ্গার লালদিয়া চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য ডেনমার্কের এপিএম টার্মিনাল সাথে ৪৫ বছরের জন্য এবং কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালটি ২২ বছরের জন্য সুইজারল্যান্ডের কোম্পানি মেডলগ এস এর সাথে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি করেছে। প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়াই অনুমোদন নিয়ে সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় মূল্যায়ন কমিটিকে পাশ কাটিয়ে ৭ ও ৮ নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে চুক্তি নেগোশিয়েশন ও চূড়ান্ত দলিলের কাজ দেশবাসীকে না জানিয়ে সম্পন্ন করেন এবং গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রীর বিচারের রায়ের দিনে অত্যন্ত গোপনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তিটি সম্পন্ন করেন। বিডার চেয়ারম্যান বলেছে, চুক্তির বিষয়টি গোপন রাখা হয়েছে। শুধু তাই নয়, নিউমুরিং, মংলা, পতেঙ্গা বন্দরও বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। বক্তারা বলেন,বর্তমান অন্তর্বর্তী সরকারের এই ধরনের চুক্তি করার কোন এখতিয়ার নেই। তার উচিত দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া। চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থানে বিদেশি কোম্পানিকে বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য ইজারা দেওয়া আমাদের দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে নেমে আসতে হবে।
বক্তারা, সিলেট নগরীকে সকলের বাসযোগ্য নগরী গড়ে তোলা, ব্যাটারি চালিত যানবাহনের খসড়া নীতিমালা বাস্তবায়ন করে লাইসেন্স প্রদান ও আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302