• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানের শীষের প্রচারণায় দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময়

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
ধানের শীষের প্রচারণায় দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময়

ধানের শীষের প্রচার-প্রচারনায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা বৃহস্পতিবার বাদ মাগরিব তেতলী খাজা মহল এম এ মালিক এর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান ওলি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, কয়েস আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, সদস্য আব্দুল মুকিত মুকুল, সাহেদ আহমদ, হেলিম হোসেন, রাসেল আহমদ, হারুন মিয়া, বাহার উদ্দিন কোটন, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, এনামুল হক, রায়হান হোসেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু প্রমুখ।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন ধানের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক।