
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সিলেট মহানগর মহিলা দলের জোনভিত্তিক পাড়া কমিটির তালিকা সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে জমা দেওয়া হয়েছে।
গত ৭ ডিসেম্বর (রবিবার) সকাল ৯টায় তাঁর নিজ বাস ভবনে উক্ত কমিটির তালিকা খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির প্রেরিত তালিকা তুলে দেন সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড নেতা মো. শামীম আহমদ চৌধুরী।
সিলেট-১ আসনের আওতাধীন ৩৬টি ওয়ার্ড তথা জোন ভিত্তিক পাড়া কমিটির মধ্যে রয়েছে- জোন-১ (৯, ১৭, ১৯, ২০, ২৭, ৩৬ ও ৩৭নং ওয়ার্ড), জোন-৩ (১, ৭, ৮, ২৬ ও ৩২নং ওয়ার্ড), জোন-৪ (৪, ৫ ও ৬নং ওয়ার্ড), জোন-৫ (২, ৩ ও ১১নং ওয়ার্ড), জোন-৭ (৩১, ৩৩, ৩৪ ও ৩৫নং ওয়ার্ড), জোন-৮ (৩৮ ও ৩৯নং ওয়ার্ড), জোন-৯ (১২ ও ১৪নং ওয়ার্ড)।
উল্লেখ্য, জোন-৬ ভেঙ্গে সালেহা কবির সেপীকে ওয়ার্ড ২২, ২৩, ২৪ এবং জোন-৯ এর রাহিল জেবিন কাননকে ১২ ও ১৪ নং ওয়ার্ড দেয়া হয়েছে। বর্তমানে জোন-২ এর তত্ত্বাবধায়ক আসমা আলমের পারিবারিক অসুবিধা থাকায় উনাকে সহযোগিতার জন্য রিনা আক্তারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সাধারন সম্পাদক ফাতেমা জামান রোজির নেতৃতে জোন-২ এর কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে তিনি তালিকা জমা দেবেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302