• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫
ওসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩২তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শরীফ ওসমান হাদির মতো একজন সাহসী তরুণ জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শরীফ ওসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, জাতি হিসেবে সত্যি আজ আমরা লজ্জিত। মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করুন। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

সভায় মেয়াদের বাহানায় সিম কোম্পানীগুলোর হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ বন্ধের দাবীতে ১৫ ডিসেম্বর গৃহীত কর্মসূচী মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্থগিত করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ২.৪৫ ঘটিকায় মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশের সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, সর্বপ্রকার সিন্ডিকেটবাজ, মাদক ব্যবসায়ী, দখলবাজ, সরকারী অফিসের দালাল, দেশী-বিদেশীদের ভূমি অন্যায়ভাবে আত্মসাৎকারী ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবীতে সিকস’র উত্তর জল্লারপারস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জাজাঙ্গাল পয়েন্ট, তালতলা পয়েন্ট, বন্দরবাজার সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত গণ শোভাযাত্রা ও গণ শোভাযাত্রা পরবর্তী সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ৩২তম সাপ্তাহিক সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন উদ্দিন সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, অর্থ সম্পাদক পিযোষ মোদক, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সুনামগঞ্জ জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, নেতৃবৃন্দদের মধ্য থেকে রোকনে আলম চৌধুরী, মোঃ আলী হোসেন, মোঃ বশির মিয়া, সুধাংশু শেখর দাস, মোঃ ফারুক আহমদ, বাংলাদেশী প্রবাসী মোঃ আবু আলেক ও মোঃ সেলিম খান।