
প্রথম গ্যালারিয়া প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার সকালে সিলেট নগরীর নবাব রোডস্থ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অ্যাপল স্কয়ার বনাম ফ্রেন্ডস কম্পিউটার বেষ্ট এলিভেন এর মধ্যে প্রথমে অ্যাপল স্কয়ার ব্যাট করে ১২৩ রান সংগ্রহ করে। তাদের সাথে লড়াইয়ে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস কম্পিউটার বেষ্ট এলিভেন ৫ ইউকেট হাতে রেখে জয়লাভ করে। খেলায় সবচেয়ে বেশি ৬৩ রান ও ৩ উইকেট পেয়ে ম্যান অব দি ম্যাচ বিজয়ী হয় ফ্রেন্ডস কম্পিউটার বেষ্ট এলিভেনের আলমগীর।

খেলা শেষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালারিয়া মার্কেটের সভাপতি ইউসুফ আহমদ ছাইফ, বিশিষ্ট ব্যবসায়ী জুনেদ আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম জাহেদ, মার্কেট সেক্রেটারী আহমেদ সৌম নওশাদ, প্রচার সম্পাদক পিংকু দাশ, ব্যবসায়ী ইউনুস চৌধুরী, ওমর ফারুক, ছাইদ আহমদ, জুনায়েদ আহমদ, নুর ইসলাম আহমদ সুজন, ইমন, সামী সহ খেলোয়ারবৃন্দ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302