• ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজির মামলায় জামিল আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
চাঁদাবাজির মামলায় জামিল আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সিলেটের মোগলাবাজার থানার চাঁদাবাজির মামলায় জামিল আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৫ ডিসেম্বর সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর আবেদনের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারির আদেশ দেন।

জামিল আহমদ মোগলাবাজার থানার হরিনাথপুর গ্রামের মশাহিদ আলী ছেলে। মামলার অপর আসামি হলেন-জৈন্তাপুর থানার নিজপাট চুনাহাটি গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ।

২০২৪ সালের ২ জুন তুহিন মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলাটি করেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জামিল আহমদ দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। তাকে গ্রেফতার করার জন্য আদালত থানা পুলিশ নির্দেশ দিয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।