
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার অংশগ্রহণ করে।
চৌহাট্টা পয়েন্টে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, রিকশা- ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের শহীদ আহমদ, বেলাল হোসেন, ইয়াছিন আলী, নাজির আহমদ, সিমান্ত রায়, হোসেন আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মলম চক্রবর্তী প্রমূখ।
সমাবেশে সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনার কারণে রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি গভীর ও দীর্ঘস্থায়ী সংকটে পতিত। মানুষ এঅবস্থা থেকে মুক্তি চায়। প্রণব জ্যোতি পাল মুক্তিযুদ্ধের মৌল চেতনা বৈষম্যহীন -অসাম্প্রদায়িক -গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, নিত্যপণ্যের উর্ধ্বগতির জন্য ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার অস্বীকার করে বৈষম্যহীন সমাজ হয় না এবং সিলেট নগরীকে ব্যাটারি চালিত যানবাহন আটক-হয়রানি-ডাম্পিং বন্ধের আহ্বান জানান।