• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

দেশের মানুষ দুর্নীতিতে চ্যাম্পিয়নদের ক্ষমতায় দেখতে চায় না: ডা: রিয়াজ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
দেশের মানুষ দুর্নীতিতে চ্যাম্পিয়নদের ক্ষমতায় দেখতে চায় না: ডা: রিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতি ইসলামের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজরিত সিলেট হবে ইসলামের ঘাটি। সেই ঘাটিতে আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে হবে। বাংলাদেশকে যারা বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, দেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় দেখত চায় না। তাই শাহজালাল রহমাতুল্লাহ এর পূণ্যভূমিতে শাহজালাল (রহ.) এর উত্তরসূরিদের ইসলামের প্রার্থীকে নির্বাচিত করুন। আপনাদের স্বপ্নের বাংলাদেশ নির্মিত হবে। তিনি বলেন, এক ফ্যাসিবাদ দুর হয়েছে, আরেকদল চাঁদাবাজী করে যাচ্ছে। চাঁদাবাজদের সেই সুযোগ দেয়া হবে না। সকল ধর্মপ্রাণ মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি তাহলে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আলেম-উলামাদের সংসদ। সেই সংসদ নির্মাণে সকলকে মাঠে নেমে পড়তে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান উদ্দিনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুর শহীদ, সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক কারী মাওলানা মুহিবুর রহমান রনি, সহ-অর্থ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের প্রমুখ।