
আগামীকাল ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় চৌহাট্টাস্হ শহীদ সুলেমান হলে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সিলেট বিভাগীয় কনভেনশন চৌহাট্টাস্হ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ,বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় সাংগঠনিক মইনুল ইসলাম শামীম, সিপিবি'র কেন্দ্রীয় সদস্য মহসিন রেজা, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য সিরাজ আহমদ। এছাড়াও বক্তব্য রাখবেন সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ জাসদ মহানগর শাখার সভাপতি নাজাত কবির, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ এক যুক্ত বিবৃতিতে আগামীকাল ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় চৌহাট্টাস্হ শহীদ সুলেমান গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এর সিলেট বিভাগীয় কনভেনশন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302