
সিলেটের নূরজাহান হাসপাতালের প্রাক্তন হিসাবরক্ষক সঞ্চিতা রানী দে মারা গেছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সিলেটের একটি প্রাইভেট পাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভোগছিলেন।
সঞ্চিতা রানী দে স্বামী সজল চন্দ দত্ত সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। সঞ্চিতা রানী দে দুই সন্তানের জননী ছিলেন। তার মেয়ে কানাডায় উচ্চ শিক্ষায় অধ্যায়নরত আর ছেলে সিলেটের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
সঞ্চিতা রানী দে এর মরদেহ তাঁর বাগবাড়িস্থ বাসায় নিয়ে আসলে সেখানে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সঞ্চিতা রানী দে এর অকাল মৃত্যুতে সবাই পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাগবাড়িস্থ বাসায় থেকে গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সঞ্চিতা রানী দে এর মরদেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।