
সিলেট-১ আসনে বাসদ জেলা সদস্য সচিব,চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তারাপুর চা বাগানে শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, প্রিতম, সংগ্রাম পরিষদের জেলা সহ-সভাপতি মিন্টু যাদব, ৮নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, চা শ্রমিক ফেডারেশনের বিজয় মোদী, নিপা মোদী প্রমূখ।
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, দেশ আজ এক সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। গণতন্ত্র উত্তোরণে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। প্রণব জ্যোতি পাল বলেন, চা শ্রমিকদের শোষণ বঞ্চনা ইতিহাস দীর্ঘদিনের। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, বসতভিটার স্হায়ী বন্দোবস্ত দেওয়ার দাবিতে আমরা আন্দোলন করে আসছি। প্রণব জ্যোতি পাল আগামী সংসদ নির্বাচনে চা শ্রমিকদের পক্ষে আন্দোলনের শক্তিকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302