
সিলেট-১ আসনে বাসদ জেলা সদস্য সচিব মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল (২১ ডিসেম্বর) রবিবার বিকাল ৪টায় নগরীর পশ্চিম তেররতনে বাসা-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদ মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ,স্হানীয় বাসদ নেতা রফিক শেখ,রণি আহমদ, দুলাল মিয়া, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী,ইমন আহমদ প্রমূখ।
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, দেশ আজ এক সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। একদিকে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি মানুষের জীবনকে নাভিশ্বাস করে। দেশের মানুষ এঅবস্থার পরিবর্তন চায়। প্রণব জ্যোতি পাল ,জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য আগামী নির্বাচনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302