
অনেক জল্পনা-কল্পনার পর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান হচ্ছে। বৃহস্পতিবার সকালেই স্ত্রী-কন্যাকে নিয়ে দেশের মাটিতে পা রাখবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন স্থানীয় সময় সোয়া ৬টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তাকে বহনকারী বিমানটি সকাল ১০টায় সিলেটে অবতরণ করবে, এক ঘণ্টা যাত্রাবিরতির পর বেলা ১২টায় ঢাকায় নামবে। দলের কাণ্ডারিকে বরণ করতে বর্ণাঢ্য প্রস্তুতি চলছে বিএনপিতে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সঙ্গী হয়ে আসছেন সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা। তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকায় গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন। পরবর্তীতে আগামী ২৮ ডিসেম্বর সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন। আবেদ রাজা সিলেটে এসে তার একান্ত ঘনিষ্ঠজন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি ও সিলেট-৩ আসনের ধানের শীষ ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং সভা-সমাবেশ করবেন বলে জানিয়েছেন আবেদ রাজা।
এরপূর্বে আবেদ রাজা দীর্ঘ ১৭ বছরপর বাংলাদেশে আসেন ২০২৫ সনের ১৪ জানুয়ারি। তখন তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান এবং দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের জনসাধারণও তাকে সংবর্ধনা প্রদান করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302