• ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৭ হিজরি

সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের কুশল বিনিময় অব্যাহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের কুশল বিনিময় অব্যাহত

সিলেট-১ আসনে বাসদ জেলা সদস্য সচিব মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর পাঠানটুলা পয়েন্টে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এসময় প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদ মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, শ্রমিক নেতা হোসেন আহমদ, মফিজ উদ্দিন, সবুজ আহমদ, জাহেদ আহমদ প্রমূখ।

কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। প্রণব জ্যোতি পাল বলেন, বৈষম্যহীন সমাজ সমাজ প্রতিষ্ঠায় আমাদের দল-বাসদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে মই মার্কার ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।