
নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব চুড়ামণি ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের দেউলগ্রামস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসুচির মধ্যে রয়েছে, ১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৪টায় মঙ্গল আরতি দর্শন, সকাল ৭টায় নগর পরিক্রমা কীর্ত্তন, বিকেল ৫টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রীযুক্ত সুদিপ কুমার চৌধুরী, রাত ৮টায় ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, পরিবেশনায় গেীর সুন্দর দাস বাবাজী, জকিগঞ্জ সিলেট।
২ জানুয়ারি শুক্রবার ব্রাহ্ম মুহুর্ত থেকে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ৩ জানুয়ারি শনিবার পর্যন্ত চলবে।
প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টা থেকে সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী নব গৌর সুন্দর সম্প্রদায়; নড়াইল, শ্রীশ্রী মা আনন্দময়ী সম্প্রদায়; গোপালগঞ্জ, শ্রীশ্রী নব সখী সম্প্রদায়;; গোপালগঞ্জ, শ্রীশ্রী শ্রীজন কৃষ্ণ সম্প্রদায়-বি-বাড়িয়া ও শ্রীশ্রী ভক্ত গোপাল সম্প্রদায়; হবিগঞ্জ।
৪ জানুয়ারি রবিবার সকাল ৮টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। পরিবেশনায় গৌর সুন্দর দাস বাবাজী; জকিগঞ্জ; সিলেট।
ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য দেউলগ্রামস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার শ্রীগুরু চরণাশ্রিত শ্যামলী দাসী ভান্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302