
চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলা (রহঃ) ও আল্লামা মন্জলালী (রহঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। চারিকাটির চক্ এর সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতায় সোমবার (২৯) ডিসেম্বর মাদরাসা প্রাঙ্গনে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ইসলামী সম্মেলন ও হিফজ সমাপনী ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণ করা হয়।
চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব মো: আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশকোনা বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারী চাঁদপুর, বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন গনকিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু আইয়ুব আনছারী, বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী, আমন্ত্রিত উলামায়ে কেরাম খালপাড় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলান ফয়জুর রহমান প্রমুখ।
বার্ষিক ওয়াজ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জামিল আহমদ জামালী।
উল্লেখ্য বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে এলাকার মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302