
হবিগঞ্জের ৯নং বাউসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইনামবাঐ আনোয়ার পুর গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রাতে গ্রামের শেখ আরজদ লন্ডনী বাড়ি থেকে একটি কালো রঙের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র।
ঘটনার বিবরণ: ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মাঝামাঝি সময়ে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা অত্যন্ত সুকৌশলে ঘরের ভেতর থেকে তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং বারান্দায়/ঘরে রাখা কালো রঙের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা এবং মোটরসাইকেলটি নেই দেখে হতভম্ব হয়ে যান।
হারিয়ে যাওয়া মোটরসাইকেলের বিবরণ:
মোটরসাইকেলের রঙ: কালো
রেজিস্ট্রেশন নম্বর: হবিগঞ্জ ল -১১৪৯৯৯
ইঞ্জিন নম্বর: BGA5 -147864
এলাকাবাসীর উদ্বেগ: নিরাপদ বসতবাড়ির ভেতর থেকে তালা খুলে এভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
যোগাযোগের অনুরোধ: যদি কোনো সহৃদয় ব্যক্তি ওপরোক্ত নম্বরের মোটরসাইকেলটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও পরিত্যক্ত অবস্থায় দেখতে পান, তবে নিকটস্থ থানা অথবা শেখ আরজদ লন্ডনী বাড়িতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302