
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারী) আইএবি মিলনায়তনে এ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি এর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, এসিসটেন্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে, সেটা ঐক্যবদ্ধভাবে বহাল রাখতে হবে, নির্বাচন কমিশন ও সরকারকে এর দায়িত্ব পালন করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের এটি প্রত্যাশা; বাংলাদেশের মানুষের এটি আকাঙ্ক্ষা। শহীদের রক্তের আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে দেশের উপকারী সরকার গঠিত হবে।