• ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৭ হিজরি

সংসদ হোক জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠান: প্রণব জ্যোতি পাল

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
সংসদ হোক জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠান: প্রণব জ্যোতি পাল

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটির এক সভা বৃহস্পতিবান (৮ জানুয়ারি) বিকাল ৩টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু জাফর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, বাসদ নেতা এমএ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি বেলাল হোসেন, শহীদ আহমদ, মামূন বেপারি, সিমান্ত চন্দ্র রায়, কান্দিগাঁও ইউনিয়নের আহ্বায়ক নুরুল ইসলাম, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ, সমছু মিয়া, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী প্রমূখ।

কর্মীসভায় সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন,জনগণের অংশগ্রহণে, জনগণের অর্থে আমরা নির্বাচন করতে চাই, ভোটে জয়ী হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। সংসদকে কোটিপতিদের ক্লাব, নিপীড়নমূলক আইন তৈরি এবং দেশের সম্পদ ভাগবাটোয়ারা করে নেওয়ার প্রতিষ্ঠান নয় জনমতের প্রতিফলন ঘটিয়ে জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। সেই লক্ষ্যে আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি।