• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬
যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) পূর্ব লন্ডনের এনসাইন হল (এনসাইন ইয়ুথ ক্লাব)-এ যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি আলহাজ জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় আয়োজিত এ আলোচনা সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য, স্বাধীনতা উত্তর বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং বাঙালি জাতির জন্য তাঁর আজীবন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ও ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, আল জাবের আহমেদ রুম্মান, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা রেজা মাহবুব লস্কর, তানজিনা আক্তার, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, মৌলভীবাজার উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহমিদ আহমদ, ছাত্রলীগ নেতা মো: জাকারিয়া, সিলেট মহানগর সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব সাজিদ, ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আয়শা সিদ্দিকা, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ সানি, ছাত্রলীগ নেতা মো: জাহিদ হোসেন, সারমিন নাহার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য এক নতুন আশার সূচনা। যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতা আজও জাতির জন্য অনুকরণীয়। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করেই প্রবাসে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।