
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় কলবাখনি এলাকায় অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট-১ বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের দোলন বেগম ,রুজিনা ইসলাম ,সোনিয়া বেগম, দিপা আক্তার ,শিপা বেগম, স্হানীয় বাসদ নেতা শহীদ আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ, ইউসুফ আলী প্রমূখ।
মতবিনিময় সভায় প্রণব জ্যোতি পাল বলেন, আমাদের দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারী সমাজের ভূমিকা অনস্বীকার্য। সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে নারী সমাজ সামনের সারি থেকে সংগ্রাম করেছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে একটি চিহ্নিত মহল নারীদের নানা অপমান মূলক মন্তব্য করে যাচ্ছে যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।
প্রণব জ্যোতি পাল,নারী-শিশুর জীবন শঙ্কামুক্ত স্বাধীন বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302