
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনভর লালদীঘির পাড়, সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল, জাঙ্গাইল, বলাউরা বাজারে সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন।
এসময় প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, স্হানীয় নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়নের আনোয়ার হোসেন,৩৯ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন কুটি,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সঞ্চিত শর্মা প্রমূখ।
কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জনগণের প্রতি আহ্বান জানান।
প্রণব জ্যোতি পাল বলেন, আমরা দীর্ঘদিন থেকে টুকেরবাজার অঞ্চলে নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্দোলন করে আসছি। বিগত সময়ে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। প্রণব জ্যোতি পাল অবিলম্বে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302