• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে আইনের শাসন না থাকায় প্রশাসনের লোকজনই অপরাধে জড়িয়ে পড়েছে: চরমোনাই পীর

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
দেশে আইনের শাসন না থাকায় প্রশাসনের লোকজনই অপরাধে জড়িয়ে পড়েছে: চরমোনাই পীর

একুশে নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়া এলাকায় পুলিশি নির্যাতনে রায়হান আহমদ নামে এক যুবকের মৃতুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশে আইনের শাসন না থাকায় প্রশাসনের দায়িত্বে নিয়োজিতরাই অপরাধে জড়িয়ে পড়ছে। সিলেটে পুলিশের নির্যাতনে মৃত যুবকের ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই।

তিনি আরো বলেন, সরকার পুলিশ দিয়ে ক্ষমতায় আসার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি অবিলম্বে সিলেটে পুলিশের হাতে মৃত যুবকের খুনি পুলিশদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।