• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাড়িতে যাওয়ার পথে এলডিপি নেতার উপর সন্ত্রাসী হামলা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২০
বাড়িতে যাওয়ার পথে এলডিপি নেতার উপর সন্ত্রাসী হামলা

এলডিপি নেতা মনসুর আহমদ (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধি :  সিলেটে বিয়ানীবাজার উপজেলার শেওলা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় এলডিপি নেতা মনসুর আহমদ। ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্থানীয় ঢেউ নগর মাদ্রাসার কাছে এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী হত্যার উদ্যেশ্যে এই হামলা চালিয়েছে বলে ভিকটিম জানিয়েছেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পৌর শহরের আলফা পলি ক্লিনিকে প্রেরণ করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। আহত মনসুর আহমদ স্থানীয় ঢেউ নগর গ্রামের এইচ এম আব্দুল হাই এর পুত্র।

জানা যায়, ঘটনার দিন দুপুরে স্থানীয় শেওলাবাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, চাঁদাবাজি, মূল্যবৃদ্ধি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা এবং নির্যাতনের প্রতিবাদে এলডিপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এলডিপির সদস্য মনসুর আহমদ সহ নেতাকর্মীরা সরকার বিরোধী বক্তব্য রাখেন। সভা শেষে বাড়ি ফিরার পথে বিকাল ৪টার সময় ঢেউ নগর মাদ্রাসার কাছে যাওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের ফয়ছল, সুহেল, আব্বাস সহ ৭/৮ জনের একটি দল তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা মনসুর আহমদ এর উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও হকিষ্টিক দিয়ে তাকে বেদড়ক মারধর করে। তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হকিস্টিকের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এসময় প্রাণ বাঁচাতে সে চিৎকার করে এবং অজ্ঞান হয়ে মাঠিতে পড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন আহত অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার পৌর শহরের আলফা পলি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।

ক্লিনিকে চিকিৎসাধীন ভিকটিম মনসুর আহমদ বলেন, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী ফয়ছল, সুহেল, আব্বাস সহ ৭/৮ জনের একটি দল রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। মহান আল্লাহর কৃপায় এ যাত্রায় আমি প্রাণে রক্ষা পেয়েছি।