• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ফখরুল আলমের বাড়িতে পুলিশের অভিযান, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৩
সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ফখরুল আলমের বাড়িতে পুলিশের অভিযান, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতক থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদল নেতা মোহাম্মদ ফখরুল আলমের বাড়িতে পুলিশের অভিযান, তল্লাশী ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা, ভাংচুর ও হত্যার অভিযোগ উঠেছে ছাতক থানান ছাত্রলীগের নেতাকর্মীদের উপর। গত ২৩ ডিসেম্বর ২০২৩ রাত ১০টায় ছাতক থানার মোহাম্মদ ফখরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বর্তমান ছাত্রদের সরকারী বিরোধী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ফখরুল আলম অনলাইনে সরকার বিরোধী মন্তব্য, সরকার বিরোধী ও পুলিশে বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা জন্য পুলিশ মধ্যরাত তার বাসায় অভিযান চালিয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর ছাতক থানা ছাত্রলীগের প্রভাবশালী নেতাকর্মীগন দফায় দফায় তার বাসায় হামলা ও হত্যার হুমকি দেয়। এতে তার পরিবারকে ভিবিন্নভাবে হয়রানী ও ভয়ভীতি দেখায়।

মোহাম্মদ ফখরুল আলমের বাবা মো: মাহবুব আলম অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্রদলের রাজনীতি করার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী, অভিযান চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। আমার ছেলে প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। পুলিশ আমাকে হুমকি-দামকি দেয়। আমার ছেলেকে যেখানে পাবে হত্যা করবে বলে আমাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় মোহাম্মদ ফখরুল আলমের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদল নেতা মোহাম্মদ ফখরুল আলমের বাড়িতে পুলিশের অভিযান ও তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।