• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা আবু তাহের নাহিমের বাড়িতে হামলা-ভাঙচুর

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৪
ছাত্রদল নেতা আবু তাহের নাহিমের বাড়িতে হামলা-ভাঙচুর

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রদল নেতা আবু তাহের নাহিম এর বাড়িতে আওয়ামীলীগ ও ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে । (২০ এপ্রিল ২০২৪) শনিবার এই নেতার বাড়িতে হামলা চালানো হয়,এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। ছাত্রদল নেতার পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলা ছাত্রলীগ ও আওয়ামীলীগের শতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।

প্রবাসে থাকায় আবু তাহের নাহিমের বাড়িতে এই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডও ।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও বিদেশে বসে দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় এবং বিভিন্নভাবে আওয়ামীলীগ ছাত্রলীগকে সোস্যাল মিডিয়ায় হেনস্থা করার দায়ে এমন ঘটনা ঘটে।

প্রতিবেশী সূত্রে জানাযায়, একাধিকবার এদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে।নাহিম’র পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান,এই হামলা ১ম বার নয়;আগেও অনেক বার হয়েছে আর থানায় অভিযোগ করলে আমরা আইনি কোন সহায়তা পাইনি।এমনকি পুলিশও তল্লাশির নামে আমাদের সাথে খারাপ আচরন ও ভয়ভীতি দেখায় এমনকি আমাদের কে গ্রেফতার করবে বলে হুশিয়ারি করে আর আমরা যাতে আমাদের ছেলেকে লেখালেখি ও সভা সমাবেশে যোগ না দিতে বলি এ বিষয়ে সতর্ক করে। এমতাবস্তায় আমরা পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভোগছি।