• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে সংখ্যালগু সম্প্রদায়ের তরুণী অপহরণ, দুইদিন পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিলাসের পাড় গ্রামের মৃত ননী গোপাল দেবের স্কুল পড়ুয়া মেয়ে ইতি রানী দেবকে অপহরণের খবর পাওয়া যায়। তার আত্মীয় স্বজনরা জানান যে, ৩০/০৭/২০১৯ ইং তারিখে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাদির মিয়ার ছেলে পারভেজ মিয়া পথরুদ করে জোর পূর্বক তুলে নিয়ে যায়। তার সহপাঠীরা বিষয়টি জানালে আমরা বিভিন্ন স্থানে খোজতে থাকি।

পুলিশকে বিষয়টি জানিয়ে তাদের সহযোগিতা প্রার্থনা করি তারা আস্বস্ত করলেও তাকে উদ্ধার করতে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েও কোন সহায়তা পাইনি। নিখোঁজের দুইদিন পর শুক্রবার সকালে আমাদের বাড়ির পাশে একটি আম গাছের ডালের সাথে গলায় ফাস লাগানো অবস্থায় তাকে দেখতে পাই। নিহতের মা বলেন যে, আমার মেয়েকে পারভেজ মিয়া অপহরণ করে শারীরিক নির্যাতন করে হত্যা করেছে। হত্যার পর তার গলায় ওড়না পেচিয়ে আম গাছের ডালের সাথে ঝুলিয়ে রেখেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আর কত নির্যাতন সহ্য করব গতমাসে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে আমার স্বামীকে খুন করেছে। মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে জেল হাজতে আঁটকে রেখেছে এখন আমার মেয়েকে হত্যা করেছে বলেই হাউমাউ করে কান্নায় ভেঙে পরেন।