• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যার ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৪
আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যার ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

একুশে নিউজ ডেস্ক : আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার (৩০ আগষ্ট) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন দক্ষিন সুরমা উপজেলা খালের মুখ বাজার উত্তর চত্বঘরের আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা।

এসময় সংস্থার দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে মানুষের ভেঙ্গে যাওয়া বসত ভিটা পরিদর্শন করেন। যাদের ঘর ভেঙ্গে গিয়েছে তাদের সাথে মতবিনিময় করেন সংস্থার দায়িত্বশীলবৃন্দ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করার জন্য বিভিন্ন দাগে আর্থিক সহায়তা হস্তান্তর করেন।

এসময় সংস্থার পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যারা বন্যার ত্রাণ তহবিল গঠন করেছেন তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করার ব্যাপারে বিভিন্ন সংগঠনের সাথে কথা বলবেন। অন্যান্য সংগঠনের প্রতি পরামর্শ দিয়ে বলেন আপনারা খাবার আপাতত না দিয়ে মানুষের বাড়িঘর তৈরীর জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করার অনুরোধ জানান।

উপস্থিত ছিলেন, সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ সায়েম আহমদ, জাকারিয়া আহমদ, ফাহিম আহমদ, ইমন আহমদ, মুক্তার মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।