• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৈষম্যহীন সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন: বাম দলসমূহ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৪
অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৈষম্যহীন সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন: বাম দলসমূহ

একুশে নিউজ ডেস্ক : বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার, জনজীবনে স্বাভাবিক পরিস্থিত ফিরিয়ে আনা,সহ অন্যান্য দাবিতে শাহ পরান গেইটে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব মলয়,সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান,ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুমিত কান্তি ধর পিনাক,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্বজিৎ শীল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সরফরাজ ছানোয়ার প্রমূখ।

পথসভায় বক্তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার করার আহ্বান জানান। বক্তারা নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়ে জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা, সাম্প্রদায়িক হামলা -লুটতরাজ-ভাংচুর-দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

বক্তারা বলেন বর্তমান সরকার ছাত্র গণঅভ্যুত্থান মাধ্যমে গঠিত হয়েছে ; কোন দলের একক আন্দোলন সফল নয়।তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের পরিবর্তে দল নিরপেক্ষ,যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বন্ধের আহ্বান জানান।