এতদ্বারা অধ্যয়নরত শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি মদন মোহন কলেজের লোগো ব্যবহার করে ‘সাইনিং ফিউচার স্টুডেন্ট ফোরাম’ নামীয় একটি সংগঠনের বিজ্ঞাপনে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্যসহ যেকোন বিষয়ে তাদের সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। কিছু শিক্ষার্থী/অভিভাবক জানান, কে বা কারা মোবাইল ফোনে তাদের মাধ্যমে নির্ধারিত ফি’র কমে ভর্তির প্রস্তাব দিচ্ছে।
এছাড়াও কলেজের অনুরূপ ব্যাংক রসিদের মাধ্যমে অর্থ আদায় হয়েছে এমন একটি রসিদের ছবিও পাওয়া গেছে। এমতাবস্থায় সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উপরোক্ত সংগঠন, ব্যক্তি বা ভূয়া রসিদ সরবরাহকারীদের সাথে কলেজ কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই। কলেজের বিজ্ঞপ্তি অনুসারে টেলিটকের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে; তবে কিছু বিশেষ ক্ষেত্রে (বোর্ড বৃত্তিপ্রাপ্ত/মুক্তিযোদ্ধা-পোষ্য/প্রতিবন্ধী ইত্যাদি) অধ্যক্ষ বরাবরে আবেদনের সুযোগ রয়েছে।
উল্লিখিত সংগঠন বা কোন ব্যক্তির নিকট ভর্তি ফি প্রদান থেকে বিরত থাকতে জানানো যাচ্ছে। অন্যথায় কেউ প্রতারিত হলে এর দায় কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে না।
অধ্যাপক সর্ব্বানী অর্জ্জুন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)