• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী সৌরভ আহমেদ খুন, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২২

নিজস্ব সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথ থানাধীন আশুগঞ্জ বাজারে রাইস মিল এর সামনে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হয়েছেন ছাতলীগ কর্মী সৌরভ আহমেদ। গত শনিবার (৫ মার্চ) রাতে আশুগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ আহমেদ বিশ্বনাথ থানাধীন বুবরাজান এলাকার রমিজ আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯ (নয়) ঘটিকার সময় সৌরভ আহমেদ সিলেটের বন্দর বাজার হতে বাড়ি ফিরার পথে গাড়ি থেকে নেমে আশুগঞ্জ বাজারে রাইস মিলের সামনে আসা মাত্রই মোটরসাইকেল করে হেলমেট পরিহিত বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা সৌরভের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সৌরভকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। সৌরভ আহমেদ হত্যার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সৌরভ খুনের পরদিন বুধবার (০৬ মার্চ) নিহতের পিতা রমিজ আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৮(আট) জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামী সবাই বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী। মামলার আসামী হলেন- তৌফিক এলাহী, কবির মিয়া, তামিম, রাসেল মিয়া, শাহিন আহমদ, রায়হান, কামরুল আমিন, ইয়াছিন সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন।

হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়ে বিশ্বনাথ থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন নিহত সৌরভ আহমেদ খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, অতিসত্বর আসামীদের গ্রেফতার করা হবে। আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, ছাত্রলীগ কর্মী সৌরভ আহমেদকে আশুগঞ্জ বাজারের রাইস মিলের সামনে মারাত্মক ভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আওয়ামিলীগ নেতাদের দাবী হামলাকারী সন্ত্রাসীরা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী। অন্যদিকে বিএনপির নেতাদের দাবী আওয়ামীলীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের ফলে খুন হয়েছে সৌরভ আহমেদ। তারা ষড়যন্ত্র করে বিএনপির নেতাকর্মীদের উপর দুশ চাপাচ্ছে।