একুশে নিউজ ডেস্ক : সিলেটের ৩নং খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে তৃণমূলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রোববার বিকেলে সদর উপজেলার ছালিয়ায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের।
জেলা স্বেচ্ছাসেবক দলনেতা নাজির খানের সভাপতিত্বে খাদিমনগর ইউনিয়ন যুবদল নেতা শিপলু আহমেদ ও ছাত্রদল নেতা মিজান আহমেদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু (মেম্বার), সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, ১নং ওয়ার্ড বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী শাওন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ খান নাহিদ, জুনাইদ আহমেদ, আব্দুল মালিক লায়েক।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম বলেছেন, প্রকৃত কর্মী সে ই যে দুর্দিনে পালিয়ে না যায় আর সুদিনে চরিত্র না হারায়, আমাদেরকে তেমন কর্মী হতে হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন অনেকেই বিএনপির পতাকাতলে আশ্রয় নিতে চাইবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কোন অনুপ্রবেশকারী ঢুকে দলে কোন ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, পেশিশক্তি দিয়ে নয়, সমাজের ভাল ও মানবিক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে আমাদের, আমরা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে অঙ্গীকারাবদ্ধ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনসুর আহমেদ, রাকিব আহমেদ, ডালিম আহমেদ, আজিজুল হক লিটন, দারা আহমেদ, শিপন আহমেদ, খানিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রুকন আহমেদ, একরাম আহমেদ, ফখরুল আহমেদ, মিজান আহমেদ, তারেক আহমেদ, সদর উপজেলা যুবদল নেতা উসমান আহমদ, ফখরুল,জুনেদ আহমেদ, আলাউদ্দিন, নাসির, তাওহিদ আহমেদ, খাদিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারবেজ আহমদ, ছাত্রদল নেতা রিয়াদ আহমেদ, নিপুন আহমদ, রাশেদ আহমেদ, রিয়াদ (২), রকি আহমেদ, নন্দিরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সুন্নত আলী, মারুফ আহমেদ, মুস্তাফিজুর রহমান রাফি প্রমুখ