• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফ বাদল গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৪
গোলাপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফ বাদল গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু শফি মোহাম্মদ আশরাফ বাদলকে গ্রেফতার করছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু শফি মোহাম্মদ আশরাফ বাদল গোলাপগঞ্জ উপজেলার আমনিয়া গ্রামের নুর উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, ২০১৫ সালে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পলাতক আসামি ছিলেন তিনি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন।