• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

১৩ নভেম্বর সিলেটে খতমে নবুওয়াত মহাসম্মেলন: ব্যাপক প্রস্তুতি

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪
১৩ নভেম্বর সিলেটে খতমে নবুওয়াত মহাসম্মেলন: ব্যাপক প্রস্তুতি

একুশে নিউজ ডেস্ক : খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখা উদ্যোগে আগামী ১৩ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে “খতমে নবুওয়াত মহাসম্মেলন”। সম্মেলন সফলের লক্ষ্যে সিলেট শহর, শহরতলী ও জেলাব্যাপী চলছে দাওয়াতী কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর।

গতকাল জামিয়া শামীমাবাদ মাদরাসা মিলনায়তনে ইন্তেজামিয়া কমিটির একসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক শায়েখে সুরইঘাটী আহুত ১৩ নভেম্বরের মহাসম্মেলন সফলের জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা প্রতিরোধে বিশ্বনবী হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের উপর জরুরি।

বৃহস্পতিবার বাদ জোহর ইন্তেজামিয়া কমিটির সদস্য সচিব, জামিয়া শামীমাবাদের মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ ও কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী দ্বয়ের পরিচালনায় সভায় কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা প্রতিরোধে এবং সম্মেলন সফলে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বিশেষত ২জন যুগ্ম সদস্য সচিব যাথাক্রমে। কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবকে নেওয়া হয়। দারুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান কাসিমীকে আহবায়ক করে দাওয়াতী উপকমিটি গঠন করা হয়। মাওলানা হাবীব আহমদ শিহাবকে আহবায়ক করে অর্থ উপকমিটি গঠন করা হয়। মাওলানা শায়খ মুখলিসুর রাহমান রাজাগঞ্জীকে আহবায়ক করে, ইন্তেজামিয়া কমিটির প্রচার সচিব মাওলানা শাহিদ হাতিমীকে নিয়ে প্রচার উপকমিটি ও মিডিয়া সেল গঠন করা হয়।

এর আগে এক সভায় পোস্টার লিফলেট প্রস্তুতকরণ, অতিথিগণকে দাওয়াত, প্রশাসনিক কমিউনিকেশন, জরুরি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য পূর্বে ঘোষিত বিশেষ কমিটির ওপর জিম্মাদারী গ্রহণ করা হয়। সভার শেষদিকে সার্বিক প্রসঙ্গে উপস্থিত দায়িত্বশীল ও সুধীজনের উদ্দেশ্যে ব্রিফ করেন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা শায়খ মুখলিসুর রহমান রাজাগঞ্জী। পরিশেষে সভাপতি শায়খে সুরইঘাটী হুজুরের সমাপনী নসিহত ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।