জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেছেন শিক্ষাকে উপেক্ষা করে ভালো শিক্ষক যেমন পাওয়া সম্ভব নয় ঠিক তেমনি ভালো জাতি গঠনও সম্ভব নয়, শিক্ষায় বাজেট বৃদ্ধি করে সকল স্তরের শিক্ষা ব্যবস্থা কে জাতীয়করন করে মেধাবী শিক্ষকদের এই পেশায় অন্তর্ভুক্ত করতে হবে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর শাখার উদ্যোগে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সুরমা মার্কেটের দলীয় কার্যালয় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রভাষক বোরহান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি প্রফেসর আবদুস সবুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু আল আমীন, কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসউদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাইদ আহমেদ, সহ- সভাপতি ডা রিয়াজুল ইসলাম, রিয়াজ সহ-সভাপতি, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাম উদ্দিন, এবং জাতীয় শিক্ষক ফোরামের প্রভাষক রাশেদুল ইসলাম, প্রভাষক মো শাহীন আলম, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, মাওলানা সোলাইমান হাসান কামরুল, সুপার রায় বাংগালা দাখিল মাদ্রাসা সিনিয়র সহকারী শিক্ষক মো জাবেদ আহমদ, ফুলসাইন্দ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রভাষক রায়হান আহমদ, আলবাব চৌধরী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।