দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
বিস্তারিত কমেন্টে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল মালেক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকালে চারটার দিকে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আছরের নামাজের অজু করতে বাড়ির পুকুরঘাটে পা ফসকে পানিতে পড়ে তলিয়ে যান আব্দুল মালেক। ঘন্টাখানেক সময় পরে বাড়ির মানুষের নজরে আসে বিষয়টি। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেইন সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল ০৫ নভেম্বর ২০২০ সালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। ০৫ নভেম্বর বিকালে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা জামায়াতের ৭ জন নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে জামায়াতের ৭ নেতাকর্মী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৩ জনকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
হামলায় গুরুতর আহতরা হলেন, বালাগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য মোঃ আব্দুল মুহিত আলী মেরাজ, কালারুকা ইউনিয়নের জামায়াতের কর্মী মোঃ সাইদুর রহমান, ছাতক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর কাদির।
ছাতক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর কাদির বলেন, আমরা আমাদের নেতা বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেইন সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর মারপিট শুরু করে এতে আমিসহ ৭ জন নেতাকর্মী আহত হই। আমি এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগ ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।