• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কামালবাজারে ২টি দোকান ভাংচুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪

স্টাফ রিপোর্টার : গত ০৭ ফেব্রুয়ারি কামালবাজার সংশ্লিষ্ট আনন্দবাজার এলাকার তফুর আলীর সুপারস্টোর ও অ্যাগ্রো নামের ২টি দোকান ভাংচুর করা হয়। ঘটনাসূত্রে জানা যায়, এর নৈপথ্য দেন সেই এলাকার আওয়ামী লীগ নেতা আকরামুল হক ও খালেদ মিয়া। তারা সেখানে পলাতক তফুর আলীকে খুঁজতে গিয়েছিলেন। পরে তারা তার বাড়িতে হামলা করতে চাইলে এলাকাবাসীরা বাধা দেয়। ধারনা করা হচ্ছে উক্ত ঘটনার ইন্মদাতা হচ্ছেন সেই এলাকার এমপি হাবিবুর রহমান। হাবিবুর রহমানের সাথে তফুর আলীর রেশ অনেক আগে থেকেই। দুই গ্রুপের মধ্যে ২০২০ সালের ১৫ আগষ্ট সংঘর্ষ হয়েছিল কামালবাজার সিএনজি স্ট্রান্ড মাঠে। সেখানে ৪জন আহত হয়েছিলেন।

উলেখ্য যে, পলাতক ভারপ্রাপ্ত সভাপতি তফুর আলী বিএনপির দক্ষিন সুরমা শাখার রাজনীতির সাথে অনেক দিন ধরে যুক্ত পুলিশও তাকে খুঁজছে ২ ফেব্রুয়ারি একটি ঘটনাকে কেন্দ্র করে। তবে তিনি এখনও পলাতক।