
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন বরুণী গ্রামে পূর্ব শত্রুতা ও প্রেম সংক্রান্ত বিরোধের ফলে গয়াছ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গত ২৮ মে, (শনিবার) বিশ্বনাথ থানাধীন পীরের বাজার সংলগ্ন আওলাদ আলী সিরাজের বাড়ির সম্মুখে ঘটে।
স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যায়, পীরের বাজার ইজারা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার মাসুক মিয়া গং’ দের সাথে ভিকটিমের পরিবারের পূর্ব শত্রুতা ছিল। এরই সূত্রপাতে ঘটনার সময় নিহত গয়াছ উদ্দিন সাক্ষী আকরামের মোটরসাইকেলে করে পীরের বাজার হইতে বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে তাদের রাস্তার গতিরোধ করে মাসুক মিয়া সহ কয়েকজন তাদেরকে শারীরিকভাবে আঘাত করে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে, নিহতের ছেলে মো: মাজেদ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ভাই আকরাম এর সাথে পার্শ্ববর্তী এলাকার আনছার মিয়া সোহাগ এর খাদিজা নামক মেয়েকে নিয়ে প্রেমের বিরোধ ছিল এবং পীরের বাজার ইজারা ও উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়ে তার পিতার সাথে পূর্ববিরোধ বিরাজমান থাকায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। তার পিতা ০৩ জুন (শুক্রবার), চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইতিমধ্যে তিনি বিশ্বনাথ থানায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আহত অবস্থায় গিয়াছ উদ্দিনের মৃত্যুর খবর তিনি জানতে পেরেছেন। ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে বলে তিনি জানান।