• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সভা শেষে বাড়ি ফিরার পথে এলডিপি নেতার উপর সন্ত্রাসী হামলা

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২০

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা শহর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় এলডিপি নেতা মোহাম্মদ বাহার উদ্দিন। ২৬ অক্টোবর বিকাল ৪টার দিকে স্থানীয় কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। এ সময় তার চিৎকার শুনে পথচারী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কানাইঘাট সাফা-মারওয়া ক্লিনিকে নিয়ে যায়। হামলার শিকার এলডিপি নেতা মোহাম্মদ বাহার উদ্দিন স্থানীয় সুতারগ্রামের আজিজুর রহমানের পুত্র।

জানা যায়, ঘটনার দিন দুপুরে কানাইঘাট উপজেলা শহরে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা শেষে মোটরবাইক যোগে তিনি বাড়ি ফিরছিলেন। বিকাল ৪টার দিকে পথিমধ্যে কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে যাওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার আবু শহীদ ও আফতাব উদ্দিনের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল মোটরবাইকে পিছন থেকে এসে তার পথরোধ করে। সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে মোটরবাইক থেকে টেনে নামায়। এসময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র লাঠি, হকিস্টিক দিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি বেদড়ক মারধর করে, তার নাক দিয়ে রক্তপাত হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়। এসময় প্রাণ বাঁচাতে সে চিৎকার করলে পথচারী কয়েকজন লোক এগিয়ে আসেন। লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীর তাকে উদ্ধার করে কানাইঘাট সাফা-মারওয়া ক্লিনিকে নিয়ে যায়। ঐ ক্লিনিকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ক্লিনিকে চিকিৎসাধীন ভিকটিম মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী আবু শহীদ, আফতাব উদ্দিন, এখলাস উদ্দিন ও রেদওয়ানসহ ৪/৫ জনের একটি দল রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। মহান আল্লাহর কৃপায় এ যাত্রায় আমি প্রাণে রক্ষা পেয়েছি।