• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২০
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি:: দিরাই পৌরসভার ভরারগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়েফ মিয়া (১০) নামের এক শিশু মারা গেছে। সে ভরারগাঁও গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বেলা আড়াইটায় দিকে তায়েফ ঘরের চালে জাম্বুরা পাড়তে উঠে এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে দিরাই সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দিরাই হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।