
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে তেলিবাজার নামক স্থানে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আলহাজ্ব শফি চৌধুরির নির্বাচনী সর্মথনে মিছিলে পুলিশের অতর্কিত হামলায় মো. রাকিব মিয়া নামের এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা পুলিশ।
(২৭ ডিসেম্বর) তেলিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাকিব মিয়া রাজাপুর গ্রামের মোঃ জুনেদ মিয়া পুত্র।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ছাত্রশিবির নেতা মোঃ রাকিব মিয়া নির্বাচনী বিধিনিষেধ লঙ্ঘনের কারণে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।