
স্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতার বাবার মালিকানা ফার্মেসী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
বুধবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলা সদরের পূর্ববাজারে বিনোদিনী ফার্মেসীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মৌছুফ’র বাবা রাশিদ আলীর মালিকানাধীন বিনোদিনী ফার্মেসীতে আগুন দেয়। আগুন লাগার ঘটনাটি বাজারের চৌকিদার স্থানীয়দের জানায়। ওই সময় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ পালবাড়িতে অবস্থিত ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের ঘটনায় পুরো ফার্মেসী ভম্মিভূত হয়ে ওষুধপথ্যসহ অন্তত; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন ব্যবসায়ী রাশিদ আলী। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি বলতে পারেননি।
ফার্মেসীর মালিক ভুক্তভোগী রাশিদ আলী কেঁদে কেঁদে জানান, তার ছেলে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কিন্তু সে বিদেশে চলে গেছে। ছাত্রদল নেতার বাবা হওয়ার ক্ষোভ থেকে সরকার দলীয় সন্ত্রাসীরা তার ফার্মেসীতে আগুন দিতে পারে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিমল কান্তি দে বলেন, আগুনে ফার্মেসীর ওষুদপত্যসহ দোকান কোটা পুরোই ভস্মিভূত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশন দূরে থাকায় আসতে সময় লেগেছে। তাছাড়া বাজারের রাস্তা সরু যে কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। অবশ্য আমরা আরো আধা ঘন্টা আগে আসতে পারলে ফার্মেসীটি পুরোপুরি ভস্মিভূত হওয়া থেকে কিছুটা হলেও রক্ষা করা যেতো। আগুন লাগার ঘটনায় অন্তত অর্ধকোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।