• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৬ হিজরি

৫০ টাকায় দেখা যাবে সিলেট এনসিএল টি-টোয়েন্টি

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪
৫০ টাকায় দেখা যাবে সিলেট এনসিএল টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক : ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টি মাঠে বসে দেখতে সিলেটের দর্শকদের জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ ৩০০, সর্বনিম্ন ৫০ টাকায় পাওয়া যাবে টিকিট।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিলেটের মাঠে শুরু হবে ১১ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে দেখা যাবে দেশের ক্রিকেটের অনেক বড় তারকাকে। সর্বনিম্ন ৫০ টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ টিকিটের দাম প্রকাশ করেছে।

মোট তিন ধরনের টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বনিম্ন ৫০ টাকায় খেলা দেখা যাবে গ্যালারিতে। ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে কিনতে হবে ১০০ টাকার টিকিট। সবচেয়ে বেশি ৩০০ টাকা লাগবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে।

দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে ম্যাচের টিকিট আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাওয়া যাবে।

এনসিএল টি-টোয়েন্টির টিকিট মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ৩০০ টাকা
ক্লাব হাউজ- ১০০ টাকা
গ্যালারি- ৫০ টাকা।