• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে আলোচিত শ্রাবণী দেবনাথ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২১

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ থানাধীন খাটকাই গ্রামে প্রেম গঠিত বিষয়ের জেরে শ্রাবণী দেবনাথ নামের এক কিশোরী হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার।

খবর নিয়ে জানা যায়, ওই কিশোরী পনাইরচক গ্রামের নুনু মিয়ার ছেলে কাউছার আহমদ এর সাথে প্রেমের সম্পর্ক ছিল। দুইজন দুই ধর্মাবলম্বী হওয়ায় তাদের এই প্রেম শ্রাবণী দেবনাথের পরিবার মেনে নেয়নি। যার ফলশ্রুতিতে শ্রাবণী দেবনাথকে গত ২৭ জুন (রবিবার) কাউছার ও তার পরিবার হত্যা করেছে বলে জানা যায়।

ঘটনার বিষয়ে মৃত শ্রাবণী দেবনাথ এর পিতা সইলেছ দেবনাথ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে কাউসার ও তার পরিবার হত্যা করেছে। ঘটনার বিষয়ে তিনি ইতিমধ্যে বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন-কাউসার আহমদ, জাবের আহমদ ও তাদের পিতা নুনু মিয়া। ঘটনার বিষয়ে তিনি সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করেন।

ঘটনার বিষয় গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার বিষয়ে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।