• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ভীমখালীর আত্মপ্রকাশ

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ভীমখালীর আত্মপ্রকাশ

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আলেমদের উদ্যোগে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ইসলামী শিক্ষায় সু-শিক্ষিত করার মাধ্যমে একটি সুন্দর আদর্শ সমাজ গঠন এবং সমাজের কল্যাণ মূলক কাজ করার লক্ষ্যে একদল স্বপ্নদর্শী উদীয়মান তরুণ আলিমদের ঐক্যমতে “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ভীমখালী ইউ/পি ” নামে সংগঠন করা হয়।
গতকাল (২০) ডিসেম্বর শুক্রবার স্থানীয় আলেম ও তরুণ যুবসমাজ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
এসময় সংগঠনটির সভাপতি মাওলানা ফজলে রাব্বি খানের সভাপতিত্বে ও সেক্রেটারি হা. মাও. সাইফুল ইসলাম ঊজ্জলের সঞ্চালনায় সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। এসময় দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান মাওঃ কাজী আব্দুল মুকিত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াগাঁও অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও পরিষদের উপদেষ্টা, হযরত মাওলানা সাইফুল ইসলাম, নোয়াগাঁও ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাও. মো. তৌফিক মিয়া, মাও. নুরুল আনোয়ার।
উপদেষ্টাগণ তাদের বক্তব্যে বলেন, এ সমাজের পরিবর্তনের জন্য কোরআন হাদিসের সঠিক জ্ঞান চর্চা যা খুবই জরুরী। সমাজ ব্যবস্থায় ইসলামী বিধি নিষেদের প্রতি মনোযোগী হলে এ সমাজ থেকে অন্যায় অবিচার বিলুপ্ত হবে। জাগ্রত তরুণ সমাজ জেগে উঠলে সমাজ তথা দেশের পরিবর্তন ঘটে। দেশ ও জাতির কল্যাণে সবসময় সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহবান করেন । সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি, নোয়াগাঁও বাজার বণিক সমিতির সেক্রেটারি রেজাউল করীম কাপ্তান, মাও আব্দুল ওদুদ সাহেব, মাওঃ শাহ মোঃ আলী হুসাইন , মাওঃ তাজ মাহমুদ ও মাও কাজ্বি নুরুল আজিজ।
আরো উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ আহমদ , মাওলানা তাফাজ্জল হোসেন সিরাজী, মাওলানা নুরুল হক নোমানী, মাওলানা ফখরুল ইসলাম , মোঃ জমির উদ্দিন মোহাম্মদ মোস্তাক, আহমদ, মোঃ শাহ আলম, মোঃ ফয়সাল আহমদ , তরিকুল ইসলাম জিসান, মোঃ আজিজুর রহমান , মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।