• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

বড়লেখায় কন্যাদায়গ্রস্ত পরিবারকে লক্ষাধিক টাকার আসবাবপত্র উপহার দিল প্রবাসী কল্যাণ পরিষদ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪
বড়লেখায় কন্যাদায়গ্রস্ত পরিবারকে লক্ষাধিক টাকার আসবাবপত্র উপহার দিল প্রবাসী কল্যাণ পরিষদ

তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখায় অস্বচ্ছল পরিবারের কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ পরিষদ। সামাজিক এই সংগঠনটির অর্থায়নে হতদরিদ্র ব্যক্তির মেয়ের বিয়েতে উপহারস্বরূপ লক্ষাধিক টাকার আসবাবপত্র প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বিছরাবাজারে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি দুবাই প্রবাসী সাহাব উদ্দিন।

পরিষদের উপদেষ্টা মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় উপহার স্বরুপ ফার্নিচার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ জয়নাল আবেদিন, সমাজসেবক কামিল আহমদ, ব্যাংক কর্মকর্তা আমিনুল বাবলু ও আলী হোসেন প্রমুখ। পরে উপহারের এই ফার্নিচার সংগঠনের নিজস্ব পরিবহনে বরের বাড়িতে পেীঁছে দেওয়া হয়েছে।