• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে টিম ফর কোভিড ডেথের বিদায়ী সংবর্ধনা

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে টিম ফর কোভিড ডেথের বিদায়ী সংবর্ধনা

তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস সিভিল সার্জন পদে পদোন্নতি পাওয়ায় শনিবার বড়লেখা ও জুড়ী উপজেলার স্বেচ্ছাবেসী সংগঠন টিম ফর কোভিড ডেথ তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে।

সম্প্রতি ডা. রত্নদীপ বিশ্বাস পদোন্নতি পেয়ে হবিগঞ্জ জেলায় সিভিল সার্জন পদে যোগদান করেছেন। বিগত পাঁচ বছর তিনি বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ীর প্রতিষ্টাতা সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ও সাবেক বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামেন্দ্র সিংহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মেডিকেল অফিসার ডা.পীযুষ কুমার দে, ব্লাড ডোনেট  ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি নুরুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের সিনিয়র সভাপতি আব্দুল কাইয়ুম, নিরাপদ সড়ক চাই’র উপজেলা সহ-সভাপতি আব্দুল আজিজ, সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, টিম ফর কোভিড ডেথের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ।

এসময় হাসপাতালের প্রধান সহকারি মো. সেলিম রেজা, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাশ, ক্যাশিয়ার উজ্জল সরকার ও টিম ফর কোভিড ডেথের অন্যান্য নেতৃবৃন্দ।